File Security Lock
কার্য পদ্ধতিঃ
Permission Right না রাখার পদ্ধতি
৫। এবার দেখবেন এখানে আপনার পিসির একাউন্ট গুলি দেখাচ্ছে এবং তার নিচে সেই একাউন্টের পারমিশন গুলি দেখাচ্ছে । তো দেখুন প্রত্যেকটা পারমিশন এর দুইটা করে প্যানেল আছে, একটি হল Allow এবং আপরটি হল Deny । তো এখন যে আকাউন্ট এ পারমিশন রাখবেন না তাতে ক্লিক করে, নিচে Full Control লেখার পাশের Deny এ চেক দিন । অর্থাৎ টিক চিহ্ন দিন , নিচের মত দেখাবে । তারপর ok তে ক্লিক করুন ।
৭। এবার Properties ট্যাবটি ক্লোজ করে দিন এবং ফাইলটি ওপেন করার চেষ্টা করুন, দেখবেন হবে না । নিচের মত দেখাবে । এখন আর কেউ চাইলেও ফাইলটি দেখতে পারবে না ।
Permission Right পুনরায় রাখার পদ্ধতি
১। ফাইলটিতে রাইট ক্লিক করুন > Properties > Security > Edit > তারপর যে একাউন্টের পারমিশন তুলে নিয়েছিলেন তা সিলেক্ট করে Full Control কে Allow করুন ।
বিঃ দ্রঃ
*তো এখনে আপনার পিসির সেটিং এর জন্য মাঝে মাঝে গেলে ট্যাবটি নাও দেখাতে পারে । চিন্তার কিছুই নেই, এটা কোন সমস্যা না । নিচের মত আসলে Advance এ ক্লিক করুন ।
* এবার “Permission Right পুনরায় রাখার পদ্ধতি” তে লেখা কাজটুকু করলেই ফাইলটি পুনরায় Open করা যাবে । আমাদের কাজ শেষ।
No comments:
Post a Comment