মেমোরি কার্ডের পাসওয়ার্ড রিকভার করতে হবে আপনাকে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। সফটওয়্যারটির নাম FExplorer. এটি দিয়েই আমরা পাসওয়ার্ড রিকভার করব।
প্রথমে টুলসটি ডাউনলোড করে নিন। এবার এটি ইন্সটল করুন। এবার নিচের মতো করুন। এটি শুধু মাত্র Nokia’s s60 phone (eg: 6600, 6610, N70,N73,E63,E71,N95) এর জন্য প্রযোজ্য। এটি দিয়ে আপনি MMC, micro SD থেকে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন।
- FExplorer দিয়ে c: drive এ যান।
- এখানে আপনি ‘mmcstore’ নামে একটি ফাইল দেখতে পাবেন।
- এবার ফাইলটিকে ‘mmcstore.txt’ নামে রিনেম করুন।
- এবার একে notepad এ ওপেন করুন।
- তাহলে আপনি এর ভিতরে আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।
এই টুলসটির কিছু শর্টকাটঃ
- <KeyPad 1> : copy
- <KeyPad 2> : show path (scroll with joystick left/right)
- <KeyPad 3> : PageUp
- <KeyPad 4> : cut
- <KeyPad 5> : *not yet used*
- <KeyPad 6> : top of the list
- <KeyPad 7> : paste
- <KeyPad 8> : *not yet used*
- <KeyPad 9> : PageDown
- <KeyPad 0> : Mark / Unmark a file
- <KeyPad *> : go to root
- <KeyPad #> : file properties
- <KeyPad C> : delete a file
FExplorer এর কিছু স্ক্রীণশর্ট
ডাউনলোড করতে উপরের ছবিতে ক্লিক করুন।
No comments:
Post a Comment