Rufus দিয়ে সহজে Bootable Windows (Pendrive/USB) তৈরি করুন

Rufus দিয়ে সহজে Bootable Windows (Pendrive/USB) তৈরি করুন


১। প্রথমে এখান থেকে Rufus Software-টি ডাউনলোড করতে হবে। (সাইজ মাত্র ৯৪৫ KB)

২। এবার Software-টি Open করে নিচের চিত্রে দেখানো জায়গা থেকে Pen Drive টি Select করতে হবে।


৩। অন্যান্য সকল Option অপরিবর্তিত থাকবে, অর্থাৎ পরবর্তী সবকিছু Default-ভাবে যেভাবে থাকবে, ঠিক সেভাবেই থাকবে।

৪। এবার নিচের চিত্রে দেখানো জায়গাতে ক্লিক করে পিসিতে থাকা Windows-এর ISO ফাইলটি Select করতে হবে।


৫। সর্বশেষে Start বাটনটিতে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করলে কাজ সম্পন্ন হয়ে যাবে।


বিঃদ্রঃ Rufus এমন একটি প্রোগ্রাম যেটা আপনাকে USB ফ্লাশ ড্রাইভ কে মুছতে ও বুটেবল USB ফ্লাশ ড্রাইভ তৈরি করতে সাহায্য করে। যেমন, পেনড্রাইভ, মেমোরি স্টিক ইত্যাদি।


No comments:

Post a Comment

Baidu WiFi Hotspot v5.1.4.59374 | Download | Free Wifi Hotspot software

Baidu WiFi Hotspot v5.1.4.59374 Author: Baidu, Inc. License: Freeware OS: Windows XP/Vista/7/8 (32-Bit/64-Bit) Download Latest Version (5.1...